নিত্যপণ্যের দাম পাইকারি বাজারে কিছুটা কমলেও বেশি দামেই বিক্রি হচ্ছে খুচরা বাজারে। গত কয়েকদিনে পাইকারি বাজারে চালের দাম বস্তাপ্রতি ২০ থেকে ৩০ টাকা কমলেও এর প্রভাব নেই খুচরা বিক্রিতে। এছাড়া গত সপ্তাহের তুলনায় পাইকারিতে সব ধরনের সবজির দাম নিম্নমুখী হলেও খুচরায় বিক্রি হচ্ছে বাড়তি দামেই।
ঈদের আগে রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হয়েছিল ২১০ থেকে ২৩০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৮০ টাকায়। সেই হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকার মতো কমেছে।
দেড় দশকের মধ্যে প্রথমবার রমজানে নিত্যপণ্যের দাম কমার রেকর্ড গড়েছে। সরকারের কর-শুল্ক হ্রাস, আমদানি বৃদ্ধি ও বাজার সিন্ডিকেট ভাঙার ফলে এবারের রমজানে ভোক্তারা স্বস্তি পাচ্ছেন।